Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Minutes of the Ethics Committee constituted to implement the National Sanitation Strategy Action Plan for the fiscal year 2022-23 in Khagrachari Hill District
Details

খাগড়াছড়ি পার্বত্য জেলায় 2022-23 অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত নৈতিকতা কমিটির কার্যবিবরণী


সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। অতঃপর সভাপতি কমিটির সদস্য সচিব জনাব মোঃ বেলাল হাসান, সিনিয়র সহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, খাগড়াছড়ি কে সভার আলোচ্য বিষয় উপস্থাপন করার জন্য আহবান জানান। সদস্য সচিব সভাকে অবহিত করেন যে, ২০২২-২০২৩ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অনুযায়ী নৈতিকতা কমিটির ০৪টি সভা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় অদ্যকার সভাটি ৩য় সভা।

       তিনি জানান যে, ইতোমধ্যে প্রধান প্রকৌশলীর নির্দেশনা মোতাবেক ২০২২-২০২৩ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সদর দপ্তরে পাঠানো হয়েছে। কর্মপরিকল্পনায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে¡ অংশীজনের অংশগ্রহণে সভা, শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ আয়োজন , কর্ম-পরিকল্পনা, ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব এবং উন্নয়ন বাজেটের অনুমোদিত ক্রয়-পরিকল্পনা ওয়েবসাইটে প্রকাশ, সেবা প্রদানের ক্ষেত্রে রেজিস্টারে প্রদেয় সেবার বিবরণ ও সেবাগ্রহীতার মতামত সংরক্ষণ, সম্পাদিত পুর্ত কাজের চূড়ান্ত বিলের সাথে স্থির চিত্র সংযোজন, ০৩(তিন) কোটি টাকার উর্ধ্বে কাজ সমূহের চূড়ান্ত বিল প্রদানের পূর্বে অতিরিক্ত প্রধান প্রকৌশলী/ তত্তবধায়ক প্রকৌশলী কর্তৃক প্রত্যয়ন সংগ্রহ করা


Publish Date
09/04/2023
Archieve Date
27/11/2025