Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
List of services
Details

১। এলজিইডি গ্রামীণ সড়ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাম সড়ক, ইউনিয়ন সড়ক এবং উপজেলা সড়কের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক বজায় রেখে গ্রামীন অর্থনীতিকে সচল রাখতে এলজিইডি বদ্ধ পরিকর।

২। সড়ক উন্নয়নের পাশাপাশি সড়ক রক্ষণাবেক্ষণে এলজিইডি কাজ করে চলেছে।

৩। ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়নে ১০০০ হেক্টর ক্যাচমেন্ট এরিয়ার নিচের এলাকায় কাজ করে এলজিইডি, যা কিনা গ্রামীণ কৃষি বিকাশে ভূমিকা রাখে।
৪। জেন্ডার সমতা রক্ষার্থে এলজিইডি অসহায় নারীদের কর্মসংস্থাণের মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।


সেবা প্রাপ্তির ধাপসমূহ

  ১   Citizen Charter
  ২   স্থানীয় অংশীদারিত্বের মাধ্যমে নগর দারিদ্র হ্রা্সকরণ।
  ৩   কাজে ভূ-উপরিস্থ ক্ষুদ্রাকার পানি সম্পদ ও টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান, উপ-প্রকল্পের স্থানীয় স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস)।
  ৪   পৌরসভা ও সিটি কর্পোরেশনকে কারিগরী সহায়তা সহ প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা প্রদান এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা প্রদান।
  ৫   অন্য কোন মন্ত্রণালয়/বিভাগ/ দপ্তরের ডিপোজিট ওয়ার্ক বাস্তবায়ন।
  ৬   জিআইএস ম্যাপ সরবরাহ / উপজেলা ও জেলা শহরের প্ল্যান প্রণয়ন।
  ৭   নির্মাণ কাজের যন্ত্রপাতি ও যানবাহন ভাড়া প্রদান।
  ৮   এলজিইডির সড়ক কাটার অনুমতিপত্র।
  ৯   ক্রয় কার্যক্রম : (ক) বার্ষিক ক্রয় পরিকল্পনা , (খ) বিজ্ঞাপন বা দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ, (গ) প্রাক-দরপত্র সভা আহবান, (ঘ) যোগ্যতা সম্পন্ন সরবরাহকারী বা ঠিকাদারদের তালিকা সংরক্ষণ ও       হাল নাগাদ করণ, (ঙ) দরপত্র সংক্রান্ত অভিযোগ দাখিল ও নিষ্পত্তিকরণ।
  ১০    মান নিয়ন্ত্রণ সংক্রান্ত ল্যাব টেষ্ট সেবা।
  ১১    গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ।